Home জাতীয় কারওয়ান বাজারে মাস্ক বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

কারওয়ান বাজারে মাস্ক বিতরণ করলেন তথ্য প্রতিমন্ত্রী

SHARE

করোনা সংক্রমণ প্রতিরোধে সজাগ ও সচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের দায়িত্বপূর্ণ করে তুলতে রাজধানীর কারওয়ান বাজারে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ পরিলক্ষিত হচ্ছে, শীত মওসুমে আরো ব্যাপকভাবে সংক্রমণের আশংকা আছে। তাই করোনা প্রতিরোধে সবাইকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হব, ভালোভাবে সাবান দিয়ে হাত মুখ ধূতে হবে।

তিনি বলেন, পৃথিবীর বেশিরভাগ দেশসমূহকে করোনা ভাইরাস যে তীব্রতার সাথে বিপন্ন করে দিয়েছে, শেখ হাসিনা সরকারের সময়োপোযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ সেভাবে বিধ্বস্ত হয়নি। সকলের সম্মিলিত প্রয়াসে এ জাতি যেমনি ভাবে মহান মুক্তিযুদ্ধে জয়ী হয়েছে, তেমনি করোনা ভাইরাসের বিরুদ্ধেও জয়ী হবে।

স্বপ্নীল বাংলাদেশ উদ্যোগে এ আয়োজনে বক্তৃতা করেন অভিনেতা পীযুশ বন্দোপাধ্যায়, সংগঠনের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।