Home জাতীয় ডোপ টেস্ট : চাকরি হারালো ১০ পুলিশ

ডোপ টেস্ট : চাকরি হারালো ১০ পুলিশ

SHARE

ডোপ টেস্ট পজিটিভ আসায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দশ সদস্য চাকরি হারিয়েছেন।

রোববার (২২ নভেম্বর) মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ নিশ্চিত করেন।

তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।

পুলিশ জানায়, এ পর্যন্ত ৬৮ জনের মাদক নেওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাদের মধ্যে সাতজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, পাঁচজন নায়েক এবং ৫০ জন কনস্টেবল।

তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয় এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়। মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকেই চাকরিচ্যুত করা হয়।

বর্তমান পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম গতবছর সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর পুলিশ সদস্যদের ডোপ টেস্ট করার ঘোষণা দেন।

মাদক সেবন ছাড়াও তারা এ কারবারে জড়িত, মাদক দিয়ে কাউকে ফাঁসানো, উদ্ধার করা মাদক জব্দ তালিকায় কম দেখানোর মতো অভিযোগও রয়েছে কখেয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে।