Home খেলা রোনালদোর জোড়া গোলে হাসিমুখে মাঠ ছাড়লো জুভেন্টাস

রোনালদোর জোড়া গোলে হাসিমুখে মাঠ ছাড়লো জুভেন্টাস

SHARE

ক্যালিয়ারির বিপক্ষে দাপুটে জয় পেল জুভেন্টাস। এবার জুভদের জয়ের নায়ক রোনালদো। নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে শনিবার সিআর সেভেনের জোড়া গোলে ঘরের মাঠ তুরিনে ২-০ ব্যবধানে জিতেছে আন্দ্রে পিরলোর দল।

জুভরা ম্যাচটিতে মাঠে নেমেছিল নারীদের ওপর ঘরোয়া সহিংসতা বন্ধের সচেতনতামূলক বার্তা দিতে। তার জন্য রোনালদোদের গালে ছিল লাল রঙের দাগ। বার্তাটা তারা অবশ্য দিয়েছে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে।

প্রথমার্ধেই ৪ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে জুভদের এগিয়ে দেন পর্তুগিজ উইঙ্গার। ৩৮তম মিনিটে আলভারো মোরাতার পাস থেকে প্রথম গোলটি করেন রোনালদো। ৩৫ বছর বয়সী দ্বিতীয় গোলটি করেন ৪২তম মিনিটে, মেরিহ ডেমিরালের পাস থেকে।

এই জয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে ওঠে এসেছে গত আসরের চ্যাম্পিয়নরা।