টেস্ট দলে ভিরাট কোহলি না থাকলেই ভারত ভালো করে। টেস্ট ইতিহাস নাকি, এমন কথাই বলছে। পরিসংখ্যানের দিকে তাকালে কোহলির সময়ে যতগুলো টেস্টে খেলেছে ভারত তার স্কোর বোর্ডের দিকে নজর দিলেই আসল সত্য প্রকাশ পাবে। এমন মন্তব্যই করেছেন ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার।
ভারতের সাবেক এই অধিনায়ক এখানে যুক্তি দেখিয়েছেন, ভিরাট দলে না থাকলে অন্যরা ভালো খেলে সেই শুন্যস্থান পুরুন করতে চায়। আর তারই প্রভাব পড়ে ম্যাচের ফলাফলে।
তিনি প্রমান হিসেবে সামনে হাজির করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ধর্মশালা টেস্ট, নিতাহাস ট্রফি, এশিয়া কাপের ম্যাচগুলোর কথা। এসব ম্যাচ বা ট্রফি ভারত জিতেছে ভিরাট কোহলিকে ছাড়াই। এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামি সিরিজটিতে ভিরাটের বদলী হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করবেন আজাঙ্গাকা রাহানে।
রাহানাকে নিয়ে গাভাস্কার বলেন, ভিরাটের অনুপস্থিতিতে রাহানে টেস্টের অধিনায়কত্ব করবে এবং রাহানের অধিনায়কত্বের রেকর্ড অনেক ভালো। তাই ভিরাটের অনুপস্থিতিতে ভারত আরো ভালো খেলবে বলে দাবি এই কিংবদন্তি ক্রিকেটারের।