Home খেলা ১৩ মাস পর ক্রিকেটে ফিরলেন সাকিব

১৩ মাস পর ক্রিকেটে ফিরলেন সাকিব

SHARE

দীর্ঘ ১৩ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। আজ মঙ্গলবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে জেমকন খুলনার হয়ে ২২ গজে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।বল হাতে ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ১টি উইকেট।

জুয়াড়ির প্রস্তাব গোপন করে ২০১৯ সালের ২৯ অক্টোবর সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত হন সাকিব। দেখতে দেখতে শেষ হয়ে গেল তাঁর নিষেধাজ্ঞা। মুক্ত হয়ে ফের ক্রিকেটের আঙিনায় ফিরলেন দেশসেরা ক্রিকেটার। ম্যাচটিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়।

গত বছরের ১২ অক্টোবর সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছেন সাকিব। শেষ ম্যাচটি ছিল ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে। ওই আসরে সিপিএলের শিরোপা জিতেছিল তাঁর দল বার্বাডোজ ট্রাইডেন্টস। এর পরই নিষেধাজ্ঞার দুঃসংবাদ পান বাংলাদেশি তারকা। যার জন্য ছিটকে যেতে হয় মাঠের বাইরে।

মূলত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে মূল আগ্রহের কেন্দ্রে সাকিব। দেশসেরা ক্রিকেটারের ফেরার অপেক্ষায় ছিলেন ভক্ত-সতীর্থরা। আজ শেষ হলো সেই অপেক্ষার প্রহর। সাকিবের ফেরা নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা একদিন আগেই জানিয়ে রেখেছিলেন সতীর্থরা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তো সাকিবের এই ফেরাকে দেশের ক্রিকেটের গুরুত্বপূর্ণ দিন বলেই মনে করছেন।