Home জাতীয় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতার ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে : কাদের

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতার ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে : কাদের

SHARE

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহূত বিতর্কের সৃষ্টি করছে, তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ভাস্কর্য নিয়ে মনগড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ।

আজ শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে ব্রিফিং করার সময় এ কথা বলেন তিনি।

১৩ নভেম্বর এক সমাবেশে ইসলামে ভাস্কর্য নির্মাণ ‘নিষেধ’ দাবি করে তা বন্ধের দাবি তোলেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মামুনুল হক। এর পর ১৯ নভেম্বর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভেও একই মন্তব্যের পুনরাবৃত্তি করেন মাওলানা মামুনুল।