নির্বাচন কমিশন (ইসি) চার ধাপে পৌরসভার নির্বাচন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ২৫ পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতি ধাপে ৩০টি করে পৌরসভার ভোট ইভিএমে নেওয়া হবে।
ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ৭৩তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান।
ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর বলেন, ‘আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভার নির্বাচন হবে। এরপরও ১৬৯টি পৌরসভার নির্বাচন বাকি থাকবে। এই ১৬৯টি পৌরসভার নির্বাচন আরও ৩টি ধাপে করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ফলে মোট ৪ ধাপে পৌরসভার নির্বাচন সম্পন্ন করা হবে।’
ইসির জ্যেষ্ঠ সচিব আরও বলেন, ‘দ্বিতীয় ধাপের ভোট জানুয়ারির মাঝামাঝিতে, তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষ দিকে এবং চতুর্থ ও শেষ ধাপের নির্বাচন হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। ইভিএমে সব কেন্দ্রে ভোট নেওয়া সম্ভব হবে না। এ জন্য প্রত্যেকটা ধাপে প্রায় ৩০টি পৌরসভার নির্বাচন ইভিএমে করা হবে। বাকি যেগুলো থাকবে, সেগুলো ব্যালটের মাধ্যমে হবে। শীতের দিন হওয়ায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।’
ইসি সচিব আশা প্রকাশ করে বলেন, দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের তফসিল এ সপ্তাহেই হতে পারে।