সালমান খানের দরজায় ফের কড়া নাড়ল মরণঘাতী করোনাভাইরাস। এবার বলিউড তারকার ম্যানেজারের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো।
ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, এই নিয়ে সালমানের চারজন কর্মী করোনায় আক্রান্ত হলেন।
চলতি মাসের শুরুতেই বলিউড অভিনেতার গাড়িচালক অশোক ছাড়া আরও দুই কর্মীর কভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপরই সালমান ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে চলে যান।
১৯ নভেম্বর তার গোটা পরিবারের কভিড পরীক্ষা হয়। সবার রিপোর্ট নেগেটিভ এলেও আইসোলেশনে ছিলেন তারা।
এর ১০ দিনের মাথায় ফের আরেক কর্মীর শরীরে করোনার হানা। ম্যানেজার জর্ডি প্যাটেল, গাড়ির চালক অশোক ও বাকি দুই কর্মীর চিকিৎসায় কোনও ত্রুটি না থাকে, সে দিকে খেয়াল রাখছেন সালমান। আপাতত মুম্বাইয়ের একটি স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
এদিকে সালমানের বাবা-মায়ের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল জোর কদমে। কিন্তু বর্তমান এই পরিস্থিতি মাথায় রেখে সে অনুষ্ঠান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন খোদ অভিনেতাই।