Home জাতীয় হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা বেগম মারা গেছেন

SHARE

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে মারা যান৷ হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল সংবাধ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ৷

হাজী সেলিমও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে রয়েছেন বলে জানা গেছে।

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা।

গুলশান আরা বেগম ২০১৬ সাল থেকে কিডনি, ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন৷ তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন৷ গত আগস্ট মাস থেকে তিনি ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন ৷

মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর।

সোমবার (৩০ নভেম্বর) বাদ আছর চকবাজার জামে মসজিদে তার অনুষ্ঠিত হবে।