Home জাতীয় ধর্মের অপব্যাখ্যাকারীদের সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

ধর্মের অপব্যাখ্যাকারীদের সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী

SHARE

ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা ইতিহাস-ঐতিহ্যের ওপর আঘাত হানতে চায়, তাদের কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেছেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে মিরপুর বাংলা কলেজে বঙ্গবন্ধু এবং বদ্ধভূমির স্মৃতি ফলক ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এ সময়, ধর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ানো গোষ্ঠীর বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, সব ধর্মের মানুষ যার যার মতো করে ধর্ম পালন করবে। শান্তি বজায় রাখবে। তাতে কোনো বাধা নেই, দিতেও পারবে না। কিন্তু ধর্মের নামে কোনো অপব্যাখা বা ইতিহাস নষ্টের পায়তারা করলে তা সহ্য করা হবে না।