Home জাতীয় ঢাকা দক্ষিণের ১১টি খাল পুনরুদ্ধার শুরু হয়েছে: মেয়র তাপস

ঢাকা দক্ষিণের ১১টি খাল পুনরুদ্ধার শুরু হয়েছে: মেয়র তাপস

SHARE

ঢাকা দক্ষিণ সিটির আওতায় ১১টি খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এর মাধ্যমে ঢাকা শহরে জলাবদ্ধতা অনেকটা কমবে মনে করেন তিনি। বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভার সূচনা বক্তব্যে তিনি এমন মন্তব্য বলেন।

ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার তাপস বলেন, ‘আর্তমানবতার সেবায় বয়স কোনো বাধা নয়। স্বেচ্ছাসেবীদের বয়স বাড়লেও মনের উদ্যম আজীবন তরুণ থাকে।’

রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সংখ্যা নিয়ে তিনি বলেন, দুই কোটি ১০ লাখ জনবসতির এ ঢাকা শহর। সেখানে ৪৯ বছরের রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মাত্র দুই হাজার ২০০। এ সংখ্যা খুবই কম উল্লেখ করে তিনি বলেন, ‘আগামি পাঁচ বছরে সদস্য সংখ্যা পাঁচ হাজার করা হবে।’

অনুষ্ঠানে মধুমতি ব্যাংকের পক্ষ থেকে ঢাকা সিটি রেড ক্রিসেন্টকে ১২ লাখ টাকার চেক প্রদান করা হয়।