Home জাতীয় পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসছে শুক্রবার

পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসছে শুক্রবার

SHARE

পদ্মা সেতুতে ৪০তম স্প্যান উঠছে আগামীকাল শুক্রবার। ১১ ও ১২ নম্বর পিলারের ওপর এই স্প্যানটি বসবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। এমন ৪১টি স্প্যান জোড়া দিয়েই সেতুটি তৈরি হবে।

জানা যায়, শুক্রবার (৪ ডিসেম্বর) সকালেই ৪০তম স্প্যান বসানো হবে। এই স্প্যানটি বসানো হলে সেতুর প্রায় ৬ কিলোমিটার দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকালে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ৪০তম স্প্যানটি ক্রেনে তুলে নির্ধারিত পিলারের কাছে নিয়ে এসেছে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের মূল সেতুর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ অব লিমিটেড। শুক্রবার সকালে নির্ধারিত পিলারের ওপর তোলা হবে স্প্যানটি বলে বার্তা২৪.কম-কে জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের।

এদিকে, পদ্মা সেতুর ৪০তম স্প্যান বসানো হলে আর একটি মাত্র স্প্যান বসতে বাকি থাকবে। ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ ৪১তম স্প্যান বসানো হতে পারে। একইসঙ্গে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর কাজ প্রায় শেষ হতে চলেছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। তারপর ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু। এরপর একে একে বসানো হচ্ছে স্প্যানগুলো।

মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

উল্লেখ্য, দীর্ঘ চার মাস পর গত মাসের ১১ অক্টোবর ৩২তম, ১৯ অক্টোবর ৩৩তম, ২৫ অক্টোবর ৩৪তম, ৩১ অক্টোবর ৩৫তম স্প্যান এবং ৬ নভেম্বর ৩৬তম, ১২ নভেম্বর ৩৭তম, ২১ নভেম্বর ৩৮তম স্প্যান, ২৭ নভেম্বর ৩৯তম বসানো হয়েছে।