Home রাজনীতি ‘ভাস্কর্যের বিরোধিতাকারীরা পাকিস্তানের প্রেতাত্মা’

‘ভাস্কর্যের বিরোধিতাকারীরা পাকিস্তানের প্রেতাত্মা’

SHARE

ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীরা পাকিস্তানের প্রেতাত্মা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্য নিয়ে অহেতুক গুজব ছড়ানোর চেষ্টা চলছে। এর আগেও শিক্ষা হারাম বলেও গুজব ছড়ানো হয়েছিলো, ছবি তুলে হজে যাওয়া যাবে না এমন ফতোয়াও দেয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিক সংগঠনগুলোর মাঝে মাস্ক বিতরণ অনুষ্ঠানে, এসব বলেন তথ্যমন্ত্রী।

যারা অহেতুক ভাস্কর্যের বিরোধিতা করছেন, তাদের কোনও না কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভাস্কর্যের বিরোধিতার পেছনে একটি রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে।’ তিনি বলেন, করোনার সুযোগে একটি মহল মানুষের মাঝে গুজব ছড়াচ্ছে, তবুও সরকার সফলতা দেখিয়েছে।