Home অর্থ-বাণিজ্য রেমিট্যান্স প্রণোদনার কাগজপত্র জমার শর্ত সহজ করলো বাংলাদেশ ব্যাংক

রেমিট্যান্স প্রণোদনার কাগজপত্র জমার শর্ত সহজ করলো বাংলাদেশ ব্যাংক

SHARE

একবারে পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্সের বিপরীতে প্রণোদনার ক্ষেত্রে শর্ত শিথিল করলো বাংলাদেশ ব্যাংক।
এখন থেকে রেমিট্যান্স প্রেরণকারীর পরিবর্তে দেশে থাকা সুবিধাভোগী প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই চলবে। আর রেমিট্যান্স প্রেরণকারী ও আহরণকারী ব্যাংক একই হলে ওই ব্যাংকই রেমিটেন্স প্রেরণকারীর কাগজপত্র সংগ্রহ ও যাচাই বাছাই করে গ্রহীতাকে প্রণোদনার টাকা দেবে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপণ দেশের ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

এর আগে পাঁচ হাজার মার্কিন ডলার বা ৫ লাখ টাকার বেশি রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার ক্ষেত্রে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকেই রেমিটারের কাগজপত্র পাঠানোর বাধ্যবাধকতা ছিল। এই নিয়ম শিথিল করে দেশে থাকা সুবিধাভোগী ব্যাংক শাখায় রেমিটারের কাগজপত্র জমা দেওয়ার বিধান করা হলো। ব্যাংক দ্রুত নগদ সহায়তার অর্থ ছাড় করার জন্য নিজ দায়িত্বেই ওই কাগজপত্র যাচাই বাছাই করে বিদেশি ব্যাংকের কাছে পাঠাবে।