Home বিনোদন নতুন রেস্তোরাঁ খুলছেন শিল্পা শেঠি

নতুন রেস্তোরাঁ খুলছেন শিল্পা শেঠি

SHARE

অভিনেত্রী হিসাবে প্রতিষ্ঠিত। এবার উদ্যোগপতি হিসাবেও কেরিয়ার শুরু করতে চলেছেন শিল্পা শেঠি। মুম্বাইয়ে নতুন রেস্তোরাঁ খুলছেন শিল্পা।

মুম্বাইয়ে ওরলিতে এই হোটেলটি খুলছেন শিল্পা।

হেটেলটি উদ্বোধনের আগে সেখানে বন্ধু রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডি’সুজাকে আমন্ত্রণ জানিয়েছিলেন শিল্পা ও রাজ কুন্দ্রা। রীতেশের ভাই ধীরজকেও দেখা গেল তাঁদের সঙ্গে।

শিল্পা, জেনেলিয়া রীতেশ সকলেই সেই রেস্তোরাঁর ছবি শেয়ার করেছেন। শিল্পা ছবি পোস্ট করে লিখেছেন, ”এবং এটি প্রস্তুত”।

তবে শিল্পার নতুন রেস্তোরাঁটির উদ্বোধন ঠিক কবে, তা এখনও জানানো হয়নি।