Home আন্তর্জাতিক সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করছে আমেরিকা: লাভরভ

সিরিয়ায় বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করছে আমেরিকা: লাভরভ

SHARE

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন রাখার নিন্দা জানিয়ে বলেছেন, দেশটিতে আমেরিকার সেনা মোতায়েন রাখা অর্থই হচ্ছে আরব এ দেশটির ঐক্য ও সংহতি পুনঃপ্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করা।

তিনি আরো বলেন, সিরিয়ায় আমেরিকা সেনা মোতায়েন রেখে প্রকাশ্যে বিচ্ছিন্নতাবাদ উৎসাহিত করছে। গতকাল ভিডিও লিংকের মাধ্যমে রোম ২০২০ ভূমধ্যসাগরীয় সংলাপে দেয়া বক্তব্যে এসব কথা বলেছেন ল্যাভরভ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় মানবিক সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, সিরিয়া সরকারকে রাশিয়ার পক্ষ থেকে চূড়ান্তভাবে সহযোগিতা করার কারণে সন্ত্রাসবাদের মেরুদণ্ড ভেঙ্গে দেয়া সম্ভব হয়েছে এবং এর বেশিরভাগ ধন্যবাদ মস্কোরই প্রাপ্য।

যুদ্ধবিধ্বস্ত দেশটিতে যারা বেঁচে আছে তাদের জন্য এখন স্বাভাবিক জীবনযাপনের ব্যবস্থা করা জরুরি এবং এ কাজে পুরো আন্তর্জাতিক সমাজের অংশগ্রহণ দরকার। ল্যাভরভ সমস্ত ক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান এবং সিরিয়াসহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্যা সমাধানের জন্য বাইরের হস্তক্ষেপমুক্ত অংশগ্রহণমূলক সংলাপের ওপর জোর দেন।