Home খেলা আজ ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো

আজ ন্যু ক্যাম্পে মুখোমুখি হচ্ছে মেসি-রোনালদো

SHARE

চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হতে যাচ্ছেন প্রজন্মের দুই সেরা ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো।

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) মেসির বার্সেলোনা ন্যু ক্যাম্পে আতিথ্য দেবে রোনালদোর জুভেন্তাসকে। পুরো ফুটবল বিশ্ব তাই অপেক্ষায় দুই কিংবদন্তির ধ্রুপদি লড়াইয়ের।

একসময়ে ন্যু ক্যাম্প বহুবার দেখেছে দুই তারকার লড়াই। ২০১৮ সালে রিয়াল ছেড়ে রোনালদো পাড়ি জমান জুভেন্তাসে। এরপর আর দেখা হয়নি মেসির সঙ্গে।

এ বারের চ্যাম্পিয়ন্স লিগে দুই দেশের দুই ক্লাবকে (স্পেনের বার্সা, ইতালির জুভেন্তাস) ফেলা হয় একই গ্রুপে। তাতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখির সুযোগ তৈরি হয় রোনালদো ও মেসির।

প্রথম লেগে অবশ্য দুই জনের দেখা হয়নি সবুজ গালিচায়। সেই সময় রোনালদো করোনা আক্রান্ত ছিলেন। বার্সা ম্যাচটা জিতে নিয়েছিল ২-০ গোলে। পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। এ বার ন্যু ক্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নিতে চাইবে জুভেন্তাস। রোনালদোও নিশ্চিতভাবে চাইবেন মেসির মাঠে দিনটি নিজের করতে।

বার্সা ও জুভেন্তাস দুই দলই এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করেছে। দুই দলের দ্বৈরথ ছাপিয়ে তাই দুই মহাতারকার দ্বৈরথই বড় হয়ে উঠেছে।

রোনালদো বেশ ছন্দে আছেন। ডায়নামো কিয়েভের বিপক্ষে ৭৫০ গোলের (ক্লাব ও দেশ মিলিয়ে) মাইলফলক ছুঁয়েছেন। তুরিনের বিপক্ষে গোল না পেলেও দল ২-১ গোলে ম্যাচ জিতেছে।

অন্য দিকে বার্সার উসমান দেম্বেলে লা লিগায় কাদিজের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় নেই জুভেন্তাসের বিপক্ষে। কাদিজের কাছে ২-১ গোলে হার মেনেছে বার্সা। লা লিগায় এবার একদমই ভালো শুরু করেনি বার্সেলোনা। মেসির ফর্মও চিন্তার কারণ হয়ে উঠছে।