Home বিনোদন খুলনার হয়ে মাঠে নামলেন মাশরাফী

খুলনার হয়ে মাঠে নামলেন মাশরাফী

SHARE

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি টুর্নামেন্টের মাঝপথে মাঠে নামছেন জাতীয় দলের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জেমকন খুলনার জার্সিতে টুর্নামেন্টের ১৬তম ম্যাচে মাঠে নামছেন তিনি। দলের নেওয়ার পরের ম্যাচেই মাশরাফিকে মূল একাদশে সুযোগ দিল মাহমুদউল্লাহ-সাকিবের দল।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে পয়েন্ট টেবিলের দুই শীর্ষস্থানীয় দল চট্টগ্রাম ও খুলনা। ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম। ফলে মাশরাফিকে বল হাতে দেখতে অপেক্ষা করতে হবে দ্বিতীয় ইনিংস পর্যন্ত।

খুলনার একাদশে পরিবর্তন এই একটিই। মাশরাফিকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছেন ডানহাতি পেসার শহীদুল ইসলাম। গত ১৬ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগে সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন মাশরাফি। সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন জানুয়ারিতে হওয়া বিপিএলে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে চট্টগ্রাম।

গাজী গ্রুপ চট্টগ্রাম একাদশ মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস (উইকেটরক্ষক), শামসুর রহমার শুভ, মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জিয়াউর রহমান, নাহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রাকিবুল হাসান ও শরীফুল ইসলাম।

জেমকন খুলনা একাদশ সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), ইমরুল কায়েস, শুভাগত হোম চৌধুরী, আলআমিন হোসেন, জহুরুল হক অমি, জাকির হাসান (উইকেটরক্ষক) শামীম পাটোয়ারি, আরিফুল হক, হাসান মাহমুদ ও মাশরাফি বিন মর্তুজা।