Home জেলা সংবাদ ঘন কুয়াশা: টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

ঘন কুয়াশা: টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

SHARE

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ফ্লাইওভারের কাছে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২ জন।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল জলিল বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সবজি বোঝায় একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিল৷ অপরদিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ প্রিন্টিং মেশিং নিয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে ট্রাকটি মহাসড়কের ঘারিন্দা এলাকায় পৌছলে পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে প্রিন্টিং মেশিং এর নিচে চাপা পড়ে পিকআপের উপরে থাকা ৪ জন ঘটনাস্থলে মারা যায় এবং ৩ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পিকআপের হেলপারকে মৃত ঘোষণা করেন।