Home জাতীয় কক্সবাজারে আটকা ৪ শিক্ষার্থী উদ্ধার

কক্সবাজারে আটকা ৪ শিক্ষার্থী উদ্ধার

SHARE

কক্সবাজারের হিমছড়ির দুর্গম পাহাড়ে আটকে পড়া চার শিক্ষার্থীকে উদ্ধার করেছে বিমান বাহিনীর উদ্ধারকারী একটি দল। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে হিমছড়ির দুর্গম দরিয়ানগর পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী কক্সবাজার ভ্রমণে আসেন। হিমছড়ির দরিয়ানগর পাহাড়ি এলাকায় যাওয়ার পর তারা কোথায়, কোন অবস্থানে আছে তা নির্ধারণ করতে পারছিলেন না। এক পর্যায়ে তারা পাহাড়ি এলাকায় আটকে পড়েন। অবশেষে কল দেন ৯৯৯ এ (জাতীয় হেল্প লাইন)। হেল্প লাইনে ঘটনা জানার পর পুলিশ শিক্ষার্থীদের উদ্ধারে বিমান বাহিনীকে অবহিত করেন।

এদিকে বিমানবাহিনী দায়িত্ব নিয়ে বিকেলে দরিয়ানগর পাহাড়ি এলাকায় অনেক খোঁজাখুঁজির পর তাদের অবস্থান শনাক্ত করে। পরে ওই শিক্ষার্থীদের উদ্ধার করে হেলিকপ্টারে কক্সবাজার বিমানবন্দরে নিয়ে আসা হয়।

অন্যদিকে মেডিকেল টিম গঠন করে উদ্ধারকৃত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।