শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সাইটে আবারও আড়াইশো কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। এ বোমাটির আকৃতি ও ওজন আগের দুইটি বোমার মতোই এবং দেখতে সিলিন্ডার সদৃশ।
শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শাহজালাল বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় বোমাটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির বোমা ডিসপোজাল ইউনিট সেখানে উপস্থিত হয়ে বোমাটি উদ্ধার করে।
এর আগে গত ৯ ডিসেম্বর বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের পাইলিং করার সময় একটি সিলিন্ডার সদৃশ বস্তু দেখতে পান শ্রমিকরা। পরে বোমাটি উদ্ধার করে টাঙ্গাইলের বিমানবাহিনীর ঘাঁটিতে নিয়ে ধ্বংস করা হয়।
এরপর একই এলাকা থেকে গত ১৪ ডিসেম্বর একই রকমের আরও একটি বোমা উদ্ধার করা হয়। সেটিকেও একই কায়দায় ধ্বংস করে দেওয়া হয়।