Home জেলা সংবাদ ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

SHARE

ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের বেলতলী নামক স্থানে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

রবিবার (২০ ডিসেম্বর ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাস জানান, ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল অটোরিকশাটি। বেলতলী এলাকায় ট্রাক অথবা বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতরা সবাই পুরুষ। তাদের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।