Home জাতীয় মিরপুরের কালশী বস্তিতে আগুন

মিরপুরের কালশী বস্তিতে আগুন

SHARE

রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১ টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এ মুহূর্তে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানানো সম্ভব না। আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।