Home অর্থ-বাণিজ্য দেশের অর্থনীতি অনেক ভলো অবস্থানে আছে : অর্থমন্ত্রী

দেশের অর্থনীতি অনেক ভলো অবস্থানে আছে : অর্থমন্ত্রী

SHARE

দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার (২৩ ডিসেম্বর) অনলাইনে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেছেন, আমাদের অর্থনীতি অনেক অনেক বেশি ভলো অবস্থানে আছে। যেটা আপনারা কেউ চিন্তা করতে পারেনি। আমরা বিশ্বাস করি, এ ধরা অব্যাহত থাকবে।

অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। প্রবৃদ্ধির গড় হার ধরা হয়েছিল ১০ দশমিক ২০ শতাংশ ছিল, গত ৫ অর্থবছরে সেটা এ বছর নভেম্বর মাস পর্যন্ত দেখছি ৩ দশমিক ১৯ শতাংশ। সেখানে নভেম্বর পর্যন্ত ভালো দেখাচ্ছে। তবে করোনার জন্য লক্ষ্যমাত্রা অর্জনে চ্যালেঞ্জও রয়েছে।

লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা রাজস্ব আদায়ে চ্যালেঞ্জ অর্জন করতে পারবো কিনা বা এ বিষয়ে সরকারের কি পরিকল্পনা রয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট দিয়েছি। এখন ২০২০ সাল ক’দিন পরেই শেষ হবে। সে অনুযায়ী আমরা পর্যালোচনা করছি, পর্যালোচনা অনুযায়ী যেখানে যেখানে অনুরোধ করা দরকার, সেখানে সেখানে অনুরোধ করবো। দেখেন সারা বিশ্বে কোথাও প্রবৃদ্ধি পাবেন না। আমরা এখনও সব সূচকে প্রবৃদ্ধি রক্ষা করছি। সুতরাং এটা আল্লাহর অশেষ রহমত এ দেশের মানুষের প্রতি।