Home জাতীয় চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে নিহত ২

চট্টগ্রামে নির্মাণাধীন দেয়াল ধসে নিহত ২

SHARE

চট্টগ্রাম নগরীর জুবিলী রোড এলাকায় একটি নির্মাণাধীন সীমানা দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা সোয়া ১২টার দিকে জুবিলী রোড এলাকায় চট্টগ্রাম নির্বাচন কমিশন কার্যালয়ের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. সালাউদ্দিন (২০) ও শুক্কুর (১৮)।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কমিশন কার্যালয়ের পাশেই একটি খোলা জায়গায় সীমানা দেয়াল নির্মাণের কাজ চলছিল। সীমানা দেয়ালের কাজ করার সময় সেটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান। পরে হাসপাতালে অন্যজন মারা যান।