Home জাতীয় চাল আমদানির শুল্ক কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ

চাল আমদানির শুল্ক কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ

SHARE

বেসরকারিভাবে চাল আমদানির লক্ষ্যে শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আজ রোববার অনলাইন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘বৈধ আমদানিকারকেরা বেসরকারিভাবে চাল আমদানির জন্য প্রয়োজনীয় সব কাগজপত্রসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করবেন। পরবর্তী সময়ে একটা নীতিমালার মাধ্যমে যাচাই-বাছাই করে খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির অনুমতি দেবে। নিয়ন্ত্রিত পদ্ধতিতে একটা নির্দিষ্ট পরিমাণ চাল আমদানির অনুমতি দেওয়া হবে।’

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেসরকারিভাবে চালের আমদানি শুল্ক কমিয়ে আনার অনুমতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এরই মধ্যে সরকারিভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি ও জিটুজি পদ্ধতিতে চার লাখ টন চাল আমদানি করা হচ্ছে।’

অনলাইন সংবাদ সম্মেলনে খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ, অতিরিক্ত মহাপরিচালক আজিজ মোল্লাসহ খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।