Home আন্তর্জাতিক করোনায় বিশ্বে আরও ৭ হাজার মানুষের মৃত্যু

করোনায় বিশ্বে আরও ৭ হাজার মানুষের মৃত্যু

SHARE

বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৮ কোটি ছাড়ালো মোট সংক্রমণ। ২৪ ঘণ্টায়ও চার লাখের ওপর বেশি মানুষের শরীরে মিলেছে, কোভিড নাইনটিন।

ক্ষুদ্রাকৃতির ভাইরাসটি আরও ৭ হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিলো একদিনে। সবমিলিয়ে বিশ্বে মোট প্রাণহানি ১৭ লাখ ৭১ হাজারের ওপর। দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ১২শ’র বেশি মৃত্যুতে এখন পর্যন্ত মোট প্রাণহানি পৌনে ৪ লাখের কাছাকাছি।

দিনের দ্বিতীয় সর্বোচ্চ ৫৫২ জনের মৃত্যু দেখলো রাশিয়া। এছাড়া, ব্রাজিল-ব্রিটেন-ইতালি ও জার্মানিতে তিন শতাধিক মৃত্যু রেকর্ড করা হয়েছে, করোনাভাইরাসে। এছাড়া, ইন্দোনেশিয়ায় ভাইরাসটিতে একদিনে মৃত্যুসংখ্যা ছিলো তিনশ’ ছুঁইছুঁই।