Home জাতীয় নতুন ডিজি পেল খাদ্য অধিদপ্তর

নতুন ডিজি পেল খাদ্য অধিদপ্তর

SHARE

খাদ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মুজিবুর রহমান। বুধবার (৩০ ডিসেম্বর) প্রেষণে এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা অতিরিক্ত সচিব সারোয়ার মাহমুদকে গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে গত ২৭ ডিসেম্বর আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সারোয়ার মাহমুদ ৩১ ডিসেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন। এছাড়া, ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব আব্দুল্লাহ সাজ্জাদকে ওয়াকফ প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অপর আদেশে ওএসডি অতিরিক্ত সচিব শাহিদা আক্তারকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে ধর্ম মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব শশাংক শেখর ভৌমিককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের পরিচালক মো. জয়নাল আবেদীন মোল্লাহকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।