Home আন্তর্জাতিক ইয়েমেনে নতুন মন্ত্রীদের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

ইয়েমেনে নতুন মন্ত্রীদের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬

SHARE

নবগঠিত ইয়েমেনি মন্ত্রিপরিষদকে বহনকারী একটি বিমান এডেন বিমানবন্দরে অবতরণের সময় জোরালো বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন।

সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, মন্ত্রীরা সবাই অক্ষত আছেন। এই ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বিমানটি বিমানবন্দরে পৌঁছানোর পরপরই জোরে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা যায় বলে জানানা প্রত্যক্ষদর্শীরা।

প্রধানমন্ত্রী মঈন আব্দুলমালিকসহ মন্ত্রিসভার সদস্যদের নিরাপদে রাষ্ট্রপতি ভবনে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাস্থল থেকে এএফপির এক সংবাদদাতা বলেছেন, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

‘মন্ত্রিসভার সদস্যরা যখন বিমান থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা যায়,’ বলেন তিনি।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে, প্রেসিডেন্ট প্রাসাদের ওপর আক্রমণ চালানোর জন্য পাঠানো বিস্ফোরক ভর্তি একটি হুতি ড্রোন গুলি করে নামিয়েছে তারা।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে হুতিদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা বিমানবন্দরে হামলার দায়ও অস্বীকার করেছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত দুই মিত্রপক্ষকে ঐক্যবদ্ধ করার সৌদি উদ্যোগের ফল নতুন এ মন্ত্রিপরিষদ। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে নবগঠিত পরিষদের সদস্যদের নিয়ে একটি উড়োজাহাজ ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনের বিমানবন্দরে নামার কিছুক্ষণের মধ্যেই হামলা শুরু হয়।