Home আইন আদালত ৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

৪৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

SHARE

অভিনব কায়দায় কাভার্ড ভ্যানে গাঁজা পরিবহনের সময় ৪৫ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ।

রাজধানীর কদমতলী থেকে তাদের গ্রেফতার করা হয়।

ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, কাভার্ড ভ্যানের ভেতর অভিনব কায়দায় একটি গোপন কামরা তৈরি করে সুইচের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে ঢাকায় আনা হয়েছিল।

ডিবির প্রধান বলেন, সীমান্তবর্তী এলাকা থেকে প্রতিনিয়ত গাঁজা দেশে প্রবেশ করছে। সেখান থেকে প্রবেশ বন্ধ না করা গেলে মাদক পুরোপুরি নির্মূল সম্ভব না। কাভার্ড ভ্যানের মালিককে খোজা হচ্ছে। গ্রেফতার ২ জনের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা হয়েছে।