Home জাতীয় শাহ মখদুমের রানওয়েতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ প্লেন

শাহ মখদুমের রানওয়েতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ প্লেন

SHARE

জশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে দুর্ঘটনার কবলে পড়েছে একটি প্রশিক্ষণ প্লেন।

আজ শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের ব্যবস্থাপক দিলারা পারভিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রশিক্ষণ প্লেনটি গ্যালাক্সি ফ্লাইং একাডেমির। রানওয়েতে বিমানটি মুখ থুবড়ে পড়ে আছে। বিমানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হননি। বিমানে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন।

দুর্ঘটনার কারণ জানতে ফ্লাইং একাডেমির কর্মকর্তারা কাজ করছেন বলে জানান দিলারা। এ ঘটনার পর থেকে শাহ মখদুম বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।