Home আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিপাতে ভূমিধসে নিহত ১১

ইন্দোনেশিয়ায় ভারি বৃষ্টিপাতে ভূমিধসে নিহত ১১

SHARE

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে ১১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন।

আজ রবিবার ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ড (বিএনপিবি) এ খবর জানিয়েছে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে পশ্চিম জাভার চিহানগিউয়াং গ্রামে ভূমিধসের ঘটনাগুলো ঘটেছে। গ্রামটি রাজধানী জাকার্তা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

রাদিত্য বলেন, ‘প্রবল বৃষ্টিপাত ও আলগা মাটির কারণে প্রথম ভূমিধসের ঘটনাটি ঘটে। কর্মকর্তারা এখানে উদ্ধারকাজ চালানোর সময় পরবর্তী ভূমিধসটি হয়।’

রবিবার সকাল পর্যন্ত পাওয়া হতাহতের এ সংখ্যা প্রাথমিক বলে জানিয়েছেন তিনি।

অক্টোবরে দেশটির প্রেসিডেন্ট জোকো উয়িদোদো সতর্ক করে বলেছিলেন, লা নিনা আবহাওয়া পদ্ধতির কারণে কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ার পাশপাশি ভারি বৃষ্টিপাত বন্যা ও ভূমিধসের কারণ হতে পারে।

প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে অস্বাভাবিক শীতল তাপমাত্রা দেখা দিলে আবহাওয়ায় ‘লা নিনা’ ধরন শুরু হয়েছে বলে ধরে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ায় ঘন ঘন বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে, বিশেষভাবে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত বর্ষাকাল চলাকালে।