Home জাতীয় গুলশানে আমিরাতের ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১

গুলশানে আমিরাতের ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, নিহত ১

SHARE

রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে আরব আমিরাতের ভিসা সেন্টারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং সাতজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ডিএমপি গুলশান বিভাগের উপ কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ওই ভবনে এসি বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৬ জনকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার নাজমা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পর আগুন দেখতে পায়নি। তবে একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমাদের ইউনিট সেখানে অবস্থান করছে।