Home জাতীয় করোনায় আরো ২১ মৃত্যু, শনাক্ত কমেছে

করোনায় আরো ২১ মৃত্যু, শনাক্ত কমেছে

SHARE

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে সাত হাজার ৮৮৩ জনের।

আজ শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন করে শনাক্ত হয়েছেন ৫৭৮ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৭ হাজার ৬৩ জনে। এর আগে গতকাল দেশে ৭৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল প্রেস বিজ্ঞপ্তিতে।