Home বিনোদন নতুন পরিচয়ে পরীমনি

নতুন পরিচয়ে পরীমনি

SHARE

‘মুখোশ’ শিরোনামের নতুন সিনেমায় অভিনয় করছেন হালের ক্রেজ পরীমনি। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমাটি পরিচালনা করছেন ইফতেখার শুভ। শুরুতে এ সিনেমার নাম ছিল ‘লেখক’। পরিবর্তন করে ‘মুখোশ’ রাখা হয়েছে।

সাভারে প্রথম লটের চিত্রায়ণে অংশ নিয়েছেন পরীমনি। সিনেমায় সোহানা চরিত্রে দেখা যাবে পরীকে। নিজের লুকের ছবি ফেসবুকে প্রকাশ করেছেন এ অভিনেত্রী। জানিয়েছেন, পোশাক তার নিজেরই ডিজাইন করা।

ছবিটিতে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে পরীমনিকে। আর তার সাথে জুটি বেঁধে অভিনয় করবেন নায়ক রোশান। পাশাপাশি ‘মুখোশ’ সিনেমার রহস্যময় চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। আরো থাকছেন ফারুক আহমেদ ও ইরেশ যাকের সহ অনেকেই।

‘মুখোশ’এর মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন শুভ। এর আগে অসংখ্য টিভি নাটক নির্মাণ করেছেন তিনি। সিনেমার পরিচালনার পাশাপাশি এটি প্রয়োজনা করবেন ইফতেখার শুভ।