Home জাতীয় করোনার টিকা প্রয়োগে প্রস্তুত ঢামেক, অপেক্ষা নির্দেশনার

করোনার টিকা প্রয়োগে প্রস্তুত ঢামেক, অপেক্ষা নির্দেশনার

SHARE

করোনার ভ্যাকসিন প্রয়োগ নিয়ে মানসিকভাবে প্রস্তুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল কর্তৃপক্ষ। নির্দেশনা পেলেই ভ্যাকসিন প্রয়োগ নিয়ে কাজ শুরু করা হবে।

আজ বুধবার (২০ জানুয়ারি) সকালে ডিজি হেলথে মিটিং আছে। সেখানেই নির্দেশনা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাতে এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, করোনার ভ্যাকসিন দেওয়ার বিষয়ে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। এখনো কোনো নির্দেশনা পাইনি। তবে বুধবার সকালে ডিজি হেলথের সঙ্গে মিটিং আছে। সেখান থেকেই নির্দেশনা আসবে কীভাবে কী করণীয়।

ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক আরও বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সরকারি নিয়ম মেনে করোনার ভ্যাকসিন মানুষের শরীরে সঠিকভাবে প্রয়োগ করা হবে। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। সকালে মিটিংয়ে নির্দেশনা পেলেই করোনার ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে কাজ শুরু করে দেব।

প্রসঙ্গত, ভারত সরকারের উপহারের ২০ লাখ করোনার ভ্যাকসিন আগে এলে আগেই বিতরণ শুরু হবে। প্রথমে সীমিত আকারে ঢাকায় ভ্যাকসিনদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীকালে সারা দেশে জাতীয়ভাবে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।