Home জাতীয় মিরপুরে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা

মিরপুরে উচ্ছেদ অভিযানে স্থানীয়দের বাধা

SHARE

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর-১১ নম্বরের ফুটপাতে চালানো উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে নেতৃত্বাধীন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তবে অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা সড়ক আটকে দেয়। এর পরও কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে মিরপুর-১২ নম্বরের এ ব্লকের একটি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। এর পরই অভিযান পরিচালনাকারীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে অভিযান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখেন সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

কর্মকর্তারা বলেন, অবৈধ উচ্ছেদ অভিযানে যত বাধাই আসুক প্রতিহত করা হবে।

এদিকে অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।