Home আন্তর্জাতিক সেরাম ইনিস্টিটিউটে আগুনে নিহত ৫

সেরাম ইনিস্টিটিউটে আগুনে নিহত ৫

SHARE

ভারতের পুনেতে করোনা ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনিস্টিটিউটের একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ৩টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল কর্মীরা ভবন থেকে তিনজনকে জীবিত উদ্ধার করে। পরে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার বিগ্রেড। কিভাবে এ আগুন লাগে তা এখনো জানা যায়নি।

তবে এ ঘটনায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ ফার্মা ফার্ম অ্যাস্ট্রাজেনেকার অংশীদারিত্বে এসআইআই দ্বারা তৈরি করোনার ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদন প্রভাবিত হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছিলো কর্তৃপক্ষ।

সেরাম কর্তৃপক্ষ আরো জানায়, ভ্যাকসিন উৎপাদনকেন্দ্রে আগুন যায়নি। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া ‘মানজারি কমপ্লেক্স’ টি করোনার ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র থেকে কয়েক মিনিটের দূরত্বে অবস্থিত। এটি একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল।

পুনেতে একশ একর জায়গার ওপর বিস্তৃত ভারতের এই সেরাম ইনস্টিটিউট “বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক” হিসেবে নিজেদের দাবি করে আসছে।