Home আন্তর্জাতিক মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

SHARE

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর করোনাভাইরাসে আক্রান্ত।

টুইটারে ৬৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট জানিয়েছেন, তার উপসর্গ মৃদু এবং ভাইরাস ধরা পড়ার পরও তিনি ‘আশাবাদী’ ছিলেন।

বিবিসি জানিয়েছে, মেক্সিকোজুড়ে করোনাভাইরাস সংক্রমণের উল্লম্ফনের মধ্যেই দেশটির প্রেসিডেন্টের আক্রান্ত হওয়ায় খবর এলো। এই মহামারীতে দেশটিতে মৃত্যুর সংখ্যা দেড় লাখের দিকে এগিয়ে যাচ্ছে।

লোপেজ ওব্রাদর জানিয়েছেন, বাড়ি থেকেই কাজ চালিয়ে যাবেন তিনি, এখান থেকেই রাশিয়ার তৈরি একটি করোনাভাইরাস টিকা পাওয়া নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন।

এর আগে রবিবার সকালে মেক্সিকোর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সোমবার দুই নেতা টেলিফোন কলে দ্বিপাক্ষিক সম্পর্ক ও স্পুটনিক ভি টিকার সম্ভাব্য সরবরাহ নিয়ে আলোচনা করবেন।

গত বছর লোপেজ ওব্রাদর জানিয়েছিলেন, রাশিয়ার তৈরি টিকা কার্যকর বলে প্রমাণ হলে তিনি এর এক কোটি ২০ লাখ ডোজ সংগ্রহ করার চেষ্টা করবেন।

মেক্সিকো এখনো এই টিকা ব্যবহারের অনুমোদন দেয়নি, কিন্তু ফাইজার-বায়োএনটেকের সরবরাহে দেরির মধ্যেই কর্মকর্তারা দেশের ১২ কোটি ৮০ লাখ মানুষকে টিকা কর্মসূচি আওতায় আনার জন্য এর সম্প্রসারণ করতে চাইছেন।

স্পুটনিক ভি ইতোমধ্যেই ব্রাজিল, আর্জেন্টিনাসহ বেশ কয়েকটি দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম দেশ হিসেবে হাঙ্গেরি চলতি সপ্তাহে এ টিকা অনুমোদনের সবুজ সংকেত দিয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর থেকে মেক্সিকোতে এ পর্যন্ত ১৭ লাখ ৫০ হাজারেরও বেশি রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এদের মধ্যে এক লাখ ৪৯ হাজার ৬১৪ জনের মৃত্যু হয়েছে বলে দেশটি নিশ্চিত করেছে। মৃত্যুর সংখ্যায় শুধু যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত মেক্সিকোর চেয়ে এগিয়ে আছে।