দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সেরা আসর কোপা লিবের্তাদোরেসের শিরোপা ঘরে তুললো পালমেইরাস। অল ব্রাজিলিয়ান ফাইনালে ঐতিহ্যবাহী আরেক দল সান্তোসকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে পালমেইরাস।
মারাকানার ঐতিহাসিক রিও ডি জেনেইরোতে ম্যাচের যোগ করা সময়ে ব্রেনো লোপেসের গোলে জয় নিশ্চিত হয় পালমেইরাসের।
এনিয়ে দ্বিতীয়বারের মতো লিবের্তাদোরেসের শিরোপা জিতলো পালমেইরাস। সর্বশেষ ১৯৯৯ সালে এই ট্রফিতে চুমু দিয়েছিল দলটি।