স্প্যানিশ লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লেভান্তের কাছে ২-১ গোলে হেরেছে লস ব্লাঙ্কোস।
ম্যাচের শুরুতেই নবম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের এডার মিলিতাও। দশজনের দল হয়েও মিনিট চারেক পরই লিড নিয়ে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। টনি ক্রুসের অ্যাসিস্টে স্কোরশিটে নাম তোলেন আসেনসিও। তবে, ফার্স্ট হাফেই সমতা ফেরায় লেভান্তে। মোরালেসের নিশানায় স্কোরলাইন ১-১।
বিরতির পর গোল আদায়ের অনেক চেষ্টা করেও সফল হয় নি রিয়াল মাদ্রিদ। উল্টো ৭৬ মিনিটে রজার মার্টির গোলে ২-১ এর জয় পায় লেভান্তে। শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে ২ ম্যাচ কম খেলেও তাই ৭ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ।
এদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে গোলশুন্য ড্র করেছে আর্সেনাল-ম্যানইউ। ইতালিয়ান সিরি-আতে টেবিলের শীর্ষে থাকা এসি মিলান ২-১ এ হারিয়েছে বোলোনিয়াকে। সাম্পোদরিয়ার সাথে ২ গোলে জিতেছে য়্যুভেন্তাস।