Home বিনোদন কলকাতার নতুন সিনেমায় জয়া

কলকাতার নতুন সিনেমায় জয়া

SHARE

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের এ অভিনেত্রী আবারও কলকাতার নতুন একটি ছবিতে যুক্ত হয়েছেন। সিনেমার নাম ‘চালচিত্র’। যা তৈরি হবে কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবলম্বনে। পরিচালনার করবেন কলকাতার নির্মাতা চিত্র ভানু বসু।

গত শনিবার কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে ছবির শুভ মহরত হয়। জানা গেছে, ছবিতে জয়ার সঙ্গে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। গল্পটি এমন- এক গ্রাম্য মেয়ে, যে খেতে খুব ভালবাসে।

সে যাই পায়, তা-ই খেয়ে ফেলে। যখন একসময় সে কিছু পায় না, সে চুরি করে খায়। তারপর ঠিক কীভাবে তাকে গ্রাম থেকে বিতাড়িত হতে হয় এবং এরপর ঠিক কী কী হয় তার সঙ্গে- তা নিয়েই ছবিটি তৈরি হবে। এতে গ্রাম্য মেয়ের ভূমিকায় থাকছেন জয়া আহসান। নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি মুক্তি পাবে।

এছাড়াও সম্প্রতি জয়া কলকাতার আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ‘ওসিডি’। ছবিটি পরিচালনা করছেন সৌকর্য ঘোষাল। ‘চালচিত্র’র শুটিং কবে থেকে শুরু হবে তা এখনও জানা যায়নি।