Home অর্থ-বাণিজ্য ঢাকার পুঁজিবাজারে বড় পতন

ঢাকার পুঁজিবাজারে বড় পতন

SHARE

সপ্তাহের প্রথম কার্য দিবসেই বড় পতন হলো ঢাকার পুঁজিবাজারে। দিনশেষে ১৪২ পয়েন্ট কমেছে প্রধান সূচক।
মোট লেনদেন হয়েছে ৭৭১ কোটি ৫২ লাখ টাকার কিছু বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দর কমেছে ২২৪টি কোম্পানির শেয়ারের। বেড়েছে ৪৩টি, অপরিবর্তিত ৮৬টি কোম্পানির শেয়ার দর।   রবিবার ডিএসইতে লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো। কোম্পানিটি দিনশেষে ৯ হাজার ৩৯৭ বারে, ১ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ২০৭টি শেয়ার লেনদেন করেছে।  যার বাজার মূল্য ১২৪ কোটি ৯৫ লাখ টাকা।

দ্বিতীয় স্থানে আছে বৃটিশ অ্যামেরিকান টোব্যাকো। যা লেনদেন হয়েছে ৮৩ কোটি ২৭ লাখ টাকার। আর ৪৯ কোটি ৬৭ লাখ টাকার লেনদেনে তৃতীয় স্থানে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স লিমিটেড।