Home বিনোদন পিতা হারালেন অ‌মিতাভ রেজা

পিতা হারালেন অ‌মিতাভ রেজা

SHARE

চলে গেলেন নন্দিত বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর বাবা হারুন রেজা চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৬ই ফেব্রুয়ারি) রাত ৮ টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিষয়টি অমিতাভ রেজা নিজেই নিশ্চিত করেছেন। তিনি তার বাবার আত্মার শান্তি কামনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

অমিতাভ রেজা আরও জানান, রোববার (৭ই ফেব্রুয়ারি) বাদ ‌যোহর উত্তরা ৭ নম্বর সেক্টর জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বেলা সোয়া ২টার দি‌কে বনানী জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে সেখানকার কবরস্থানে দাফন করা হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন এই নির্মাতা।

বাবা হারানোর খবরে এই নির্মাতাকে সমবেদনা জানাচ্ছেন সহকর্মী ও ঘনিষ্ঠজনেরা থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা।