Home বিনোদন ঋষি কাপুরের পর চলে গেলেন ভাই রাজিব কাপুর

ঋষি কাপুরের পর চলে গেলেন ভাই রাজিব কাপুর

SHARE

বছর ঘুরতে না ঘুরতেই ফের মৃত্যুশোক জাঁকিয়ে ধরল বলিউডের ‘ফার্স্ট ফ্যামিলি’কে। গত বছর ঋতু নন্দা ও ঋষি কাপুরের মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠবার আগেই চলে গেলেন রাজ কাপুরের ছোট ছেলে রাজিব কাপুর।

মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো কাপুর পরিবারের এই সদস্যের। বয়স হয়েছিল মাত্র ৫৮ বছর। পরিবারের ঐতিহ্য মেনেই বলিউডে নিজের ক্যারিয়ার গড়েছিলেন রাজিব কাপুর। দর্শক তাকে সবচেয়ে বেশি মনে রেখেছেন কালজয়ী ছবি ‘রাম তেরি গঙ্গা মৈলি’তে অভিনয়ের জন্য।

রাজিব কাপুরের বড় ভাই অভিনেতা রণধীর কাপুর টাইমস অব ইন্ডিয়াকে জানান, আজ সকালে রাজিব হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত চেম্বার ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার সুযোগ মেলেনি; তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইনস্টাগ্রামে প্রয়াত দেবরকে শ্রদ্ধার্ঘ জানিয়েছেন ঋষি কাপুর পত্নী নীতু কাপুর।

‘রাম তেরি গঙ্গা মৈলি’ ছাড়াও ‘আসমান’, ‘লাভার বয়’, ‘জবরদস্ত’, ‘হাম তো চলে পরদেশ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন রাজিব কাপুর। ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ ছবির সঙ্গে রুপোলি সফর শুরু করেছিলেন রাজ কাপুর পুত্র। শেষবার ;জমিনদার’ (১৯৯০) ছবিতে অভিনয় করেছেন রাজিব।

তিন দশক ধরে রুপোলি পর্দাতে দেখা না গেলেও ‘প্রেমগ্রন্থ’ ছবি পরিচালনা করেছিলেন তিনি। এছাড়াও ঋষি কাপুর পরিচালিত ছবি ‘আ আব লট চলে’র প্রযোজক এবং সম্পাদকের ভূমিকাতেও দেখা গেছে তাকে।