Home জাতীয় কক্সবাজারে ৭ বস্তা ইয়াবা উদ্ধার

কক্সবাজারে ৭ বস্তা ইয়াবা উদ্ধার

SHARE

কক্সবাজারের চৌফলদন্ডী ব্রিজের কাছাকাছি একটি নৌকা থেকে সাত বস্তায় প্রায় ১৪ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে।  এসময় দুই পাচারকারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান। এসপি হাসানুজ্জামান বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় নদী থেকে সাত বস্তা ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। তিনি বলেন, গণনা শেষ না হওয়ায় ইয়াবার সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এ সংখ্যা প্রায় ১৪ লাখেরও বেশি হতে পারে।