Home বিনোদন মুক্তির অনুমতি পেল ‘তুমি আছ তুমি নেই’

মুক্তির অনুমতি পেল ‘তুমি আছ তুমি নেই’

SHARE

মুক্তির অনুমতি পেল আসিফ-দিঘী জুটির প্রথম চলচ্চিত্র ‘তুমি আছ তুমি নেই’ ছবিটি। সম্প্রতি কোনো প্রকার কাটছাট ছাড়াই ‘তুমি আছ তুমি নেই’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। আগামী ১২ মার্চ সিনেমাটি সারা দেশে মুক্তি পাচ্ছে।

পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, সিনেমাটি একটানা শুটিং শেষ করেছি, অবশ্য মাঝে কিছু দিনের বিপরীত নিয়েছিলাম। করোনা কালে যেহেতু নতুন সিনেমা মুক্তি কমে গেছে তাই দর্শকদের কথা মাথায় রেখে ১২ মার্চ সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শক দারুণ উপভোগ করবে। কারণ এ সিনেমার গল্প ও নির্মাণে বৈচিত্র রয়েছে।

এই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী প্রার্থনা ফারদীন দীঘির।

এসকে ফিল্মস ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত হচ্ছে ‘তুমি আছ তুমি নেই’ সিনেমাটি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুব্রত চক্রবর্তী, শবনম পারভীন প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন সিমি ইসলাম কলি।