চট্টগ্রামে প্রথম টেস্ট জয়ের পর আত্মবিশ্বাস তুঙ্গে ওয়েস্ট ইন্ডিজের। মিরপুরে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ক্যারিবীয়রা। এখানেও শুরুটা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে করেছে সফরকারীরা। তাদের ওপেনিং জুটি ভাঙতেই বেশ কষ্ট হয়েছে বাংলাদেশের। ম্যাচ শুরুর দেড় ঘন্টায় মাথায় এসে অবশেষে উদযাপনের উপলক্ষ্য পেয়েছে মুমিনুল হকের দল।
ইনিংসের ২১তম ওভারের তৃতীয় বলে তাইজুল ইসলাম ফিরিয়েছেন জন ক্যাম্পবেলকে। ৬৬ রানে প্রথম উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ১ উইকেটে ৭১ রান। ক্যাম্পবেল খেলছিলেন বেশ দেখেশুনে। সেট হয়ে গিয়েছিলেন উইকেটে। তবে ভুল করে বসেছেন ৩৬ রানে এসে। তাইজুল ইসলামকে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েছেন।