Home বিনোদন করোনার টিকা নিলেন চিত্রনায়ক আসিফ নূর

করোনার টিকা নিলেন চিত্রনায়ক আসিফ নূর

SHARE

করোনার টিকা নিলেন চিত্রনায়ক আসিফ নুর। আজ মঙ্গলবার(১৬ ফেব্রুয়ারী ) সকালে তিনি টিকা গ্রহণ করেন। এই তথ্য নিশ্চিত করেন তিনি নিজেই।

আসিফ নূর জানান , আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে। যার কারণে আমরা টিকা নিতে পারলাম। যিনি বাংলাদেশের যোগ্য প্রধানমন্ত্রী। তার লিডার শিপের কারণে দেশ আজ উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছে। আমি আজ টিকা নিলাম। আপনারা যারা আছেন তারা অবশ্যই টিকা নিবেন। নিজে সুস্থ থাকবেন অন্যকে সুস্থ রাখবেন।

আগামী ১৯ ফেব্রুয়ারী মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক আসিফ নূর ও অধরা খান । এতে আরও একটি চরিত্রে অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করেন শাহীন সুমন।