Home জাতীয় কোভিড টিকা নিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী-সচিব

কোভিড টিকা নিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী-সচিব

SHARE

করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির ১১তম দিনে টিকা নিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর সচিবালয় ক্লিনিকে টিকা নেন তিনি। মন্ত্রী ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষও কোভিড টিকা নিয়েছেন।

টিকাগ্রহণ শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, খুবই স্বাভাবিক, মনেই হয়নি যে টিকা নিলাম। বুঝতেই পারিনি কখন টিকা পুশ করেছে। কোনো ধরনের খারাপ কিছু মনে হওয়া বা ব্যথা পাওয়া এমন কিছুই না। অত্যন্ত সুন্দরভাবে টিকা দিয়েছেন। আমার ভ্যাকসিন নেয়ার তারিখ আগে ছিল জ্বরের কারণে আমি প্রথমদিন টিকা নিতে পারিনি। পরে আবার রেজিস্ট্রেশন ট্রান্সফার করে আজ টিকা নিলাম।

মন্ত্রী আরও বলেন, সারা দেশে টিকাদান কার্যক্রম চলছে। বীর মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে প্রথম ধাপেই টিকা দেয়া হচ্ছে। বিভ্রান্তি ও অপপ্রচারে কান না দিয়ে বীর মুক্তিযোদ্ধাসহ সবাইকে করোনার টিকা নেয়ার আহ্বান জানান মন্ত্রী।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান এবং সচিবালয় ক্লিনিকের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।